মাগুরায় জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মিলনায়তনে গিয়ে শেষ হয় র্যালিটি। র্যালিশেষে শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়ানো হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজার সভাপতিত্বে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেন্জের এ্যাডিশনাল ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া।
এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা কমিউনিটি পুলিশিং ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি নাহিদ খান সহ জেলা পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। আলোচনা সভা শেষে পুলিশ লাইন মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply