মাগুরায় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং ও বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছে জেলা প্রশাসন । শুক্রবার ০৮ নভেম্বর সকালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মাগুরা শহরের পুরাতন বাজার এলাকা পরিদর্শন করেন এবং বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও দোকানিদের মধ্যে বিনামূল্যে কাপড়ের তৈরি ব্যাগ বিতরণ করেন সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে কিনা তা যাচাই করেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ক্রেতা-বিক্রেতাদেরকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ সহ বাজার মনিটরিং কমেটির সদস্যরা ।
Leave a Reply